প্রতিদিন ১০০০ টাকা ইনকামের সুযোগ! তাও ঘরে বসে! ভাবছেন কিভাবে সম্ভব? 


এই ডিজিটাল যুগে এসে আপনি এমন অনেক সহজ কাজ পেয়ে যাবেন যেসব কাজ করে ঘরে বসে করে দেওয়ার বিনিময়ে ভালো এমাউন্টের পেমেন্ট আপনাকে প্রদান করা হবে। 


চলুন তবে আর কথা না বাড়িয়ে বেশ কিছু ফ্রি টাকা ইনকাম apps এবং উপায় সম্পর্কে আলোচনা করি। 






প্রতিদিন ১০০০ টাকা ইনকাম

শুরুতে চলুন প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার বেশকিছু উপায় সম্পর্কে জানি। যা আপনি অনলাইনে কিংবা অফলাইনে দুইভাবেই করতে পারবেন। বিশেষ করে যেসমস্ত উপায়ের কথা একেবারে না বললেই নয় সেসমস্ত উপায় হলো: 


১. অনলাইন সার্ভে

প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে অনলাইন সার্ভের কাজ করতে পারেন। ভিডিও দেখা, গেম খেলা বা ইন্টারনেট সার্ফিং করে মূলত এই ক্যাটাগরিতে ইনকাম করতে হয়। তবে এসব ক্যাটাগরিতে নির্দিষ্ট পেমেন্ট থ্রেশহোল্ড রয়েছে। যা পার করতে পারলেই আপনি টাকা তুলতে পারবেন। অনলাইন সার্ভে করে ইনকাম করতে নিচের ওয়েবসাইটগুলিতে ভিজিট করুন: 


  • Swagbucks

  • Branded Surveys

  • Survey Junkie

  • InboxDollars


২. ফুড ডেলিভারি

অফলাইনে ফুড ডেলিভারির কাজ করেও আপনি প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে ফুড পান্ডা কিংবা দারাজের সাহায্য নিতে পারেন। পাশাপাশি আজকাল বিভিন্ন কুরিয়ার কোম্পানিতেও ডেলিভারি ম্যানের খোঁজ করা হয়। 


আপনি চাইলে এসব কোম্পানির হয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে ফুডের পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও ডেলিভারির প্রয়োজন পড়তে পারে। 


৩. Fiverr মার্কেটিং 

টুকটাক স্কিল জানলে ফাইভার থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারবেন আপনিও। ডাটা এন্ট্রিসহ অনেক সহজ সেক্টর রয়েছে, যেসব সেক্টরে আপনার মতো নতুন মার্কেটারেরা কাজ করে প্রতিদিন ১০০০ টাকার উপর আর্ন করছে। 


ফাইভার থেকে আর্ন করতে ফাইভার ওয়েবসাইটে একাউন্ট খুলুন, গিগ আপলোড দিন এবং মার্কেটিং করে ক্লায়েন্ট ধরুন। 


৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজম্যান্ট

কাজের মতো কাজ করতে এবং লেগে থাকার মন মানসিকতা থাকলে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। 


অনেকেই পেইজ মডারেটর, প্রমোটার এবং অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে আপনার মতো সোশ্যাল মিডিয়া পোকাকে খুঁজছে। সুতরাং এই সুযোগ মিস করবেন না। 


৫. ডিজাইন মার্কেটিং 

Amazon Merch ওয়েবসাইট ব্যবহার করেও আপনি ইজিলি প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে সাধারণ নিজের ইউনিক ডিজাইন সেল করতে হয়। 


মগ, টুপি, টি-শার্ট এবং পোস্টারে ব্যবহারের জন্য এসব ডিজাইন ক্যানভাতে তৈরি করতে পারেন। আর ক্যানভা মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবে ইজিলি ব্যবহার করা যায়। 



ফ্রি টাকা ইনকাম apps

আপনার কি কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই? তবুও আপনি অ্যাপের মাধ্যমে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে চান? কোনো সমস্যা নেই বস। সে ব্যবস্থাও আছে। ফ্রি টাকা ইনকাম apps হিসাবে নিচের অ্যাপসগুলি ট্রাই করতে পারেন: 


Swagbucks: সার্ভে নেওয়া, ভিডিও দেখা এবং অনলাইনে কেনাকাটা করার জন্য পয়েন্ট দিয়ে থাকে এই অ্যাপ। পরে সেসব পয়েন্ট ভাঙিয়ে টাকা আয় করা যায়। বিস্তারিত জানুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। 


InboxDollars: ভিডিও দেখা, গেম খেলা এবং সার্ভে করা হলো InboxDollars ইউজারদের মূল কাজ। আর এই কাজ করিয়ে তারা প্রতিটি ইউজারকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার সুযোগ করে দেয়। 


Foap: আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন সেক্ষেত্রে Foap অ্যাপ ব্যবহার করে আর্ন করতে পারেন। এখানে নিজের তোলা ইউনিক ছবি সেল করে অর্থ উপার্জন করা যায়। 


Google Opinion Rewards: Google Opinion Rewards এর সাহায্যে আপনাকে গুগলে পাওয়া বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিতে হবে। পরবর্তীতে এর বিনিময়ে আপনি Google Play Store ক্রেডিট পাবেন। যার মাধ্যমে আপনি বিভিন্ন প্রিমিয়াম অ্যাপ, গেম বা অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট কিনতে পারবেন৷ 


Sweatcoin: Sweatcoin হলো টাকা ইনকাম করার মজার একটি অ্যাপ। যা আপনাকে দিয়ে বিভিন্ন ব্যায়াম করিয়ে নিবে এবং তার বিনিময়ে আপনাকে পেমেন্ট করবে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে বিস্তারিত জানুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। 



দৈনিক ১০০০ টাকা ইনকাম

দৈনিক ১০০০ টাকা ইনকাম করতে হলে আপনাকে কিছুটা স্মার্টও হতে হবে। প্যাসিভ ইনকামের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এক্ষেত্রে দারাজ কিংবা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হয়। 


তা না হলে সার্ভের কাজ কিংবা যেকোনো টাইপিং জব শুরু করে দিতে পারেন৷ তাও যদি না হয় কিওয়ার্ড রিসার্চের কাজ শিখে তার উপর আপওয়ার্ক কিংবা ফাইভারে সার্ভিস দিতে পারেন৷ 



ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার উপায় তো জানলেন। এবারে চলুন ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এই লজিকের উপর কিছুটা তথ্য এবং টেকনিকস জানি। 


  • EarningBD ব্যবহার করুন। এখানে অন্যরা আপনাকে টাস্ক দিলে তা করতে হবে। 

  • অনলাইন রিলেটেড ছোট ছোট কাজ করার মাধ্যমে TakaTask থেকে ইনকাম করুন। 

  • CashCraft অ্যাপে কাজ করতে পারেন। তবে এখানকার পেমেন্ট নিতে হবে নগদে। 

  • ছোট ছোট টাস্ক ফ্রি টাইমে করতে পারবেন বলে মনে হলে ব্যবহার করুন TaskerHub অ্যাপস। 

  • EasyEarnings প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। তবে এখানকার কাজের টাকা আপনি পাবেন মোবাইল রিচার্জে। 



Bangladeshi App Per Day 1000 Taka Income Payment Bkash

Bangladeshi App থেকে Per Day 1000 Taka Income করতে নিচের অ্যাপসগুলি ব্যবহার করুন: 


  • bKash

  • cWork

  • Daily Taka - প্রতিদিন ইনকাম

  • Taka Income - টাকা ইনকাম

  • foodpanda rider

  • BD Earning Quiz Game বাংলা কুইজ গেইম

  • Cointiply - Earn Real Bitcoin

  • পাঠাও

  • BanglaCash, ইত্যাদি 



Daily 500 Taka Income Apps

প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার লোভ ছেড়ে যারা Daily 500 Taka Income Apps রিলেটেড সাজেশন চাচ্ছেন তারা নিচের অ্যাপসগুলি ট্রাই করতে পারেন: 


Honeygain: বিভিন্ন অ্যাডের সাহায্যে অ্যাপটি আপনাকে ইন্টারঅ্যাকশনের ডেটা সংগ্রহ করে কাজ করার কারণে পে করবে। 


UserFeel: এই অ্যাপে শপিং সিমুলেশন, অ্যাপ টেস্টিং এবং সার্ভের কাজ করে আপনি ডেইলি ৫০০+ টাকা আয় করতে পারবেন। 


1Q: 1Q আপনাকে উত্তর দেওয়ার জন্য ছোট প্রশ্ন করবে এবং আপনাকে তার উত্তর দিতে হবে। আর এর বিনিময়ে আপনি ডেইলি পেমেন্ট পাবেন। 


Coin App: প্রতিদিন ১০০০ টাকা ইনকামের সুযোগসহ হাঁটা, গাড়ি চালানো বা বাইক চালানোর জন্য পুরস্কৃত করে এই অ্যাপটি। তবে এর পেমেন্ট পাবেন ক্রিপ্টোকারেন্সি আকারে। 





Post a Comment

Previous Post Next Post