আমরা অনেকেই স্টুডেন্ট থাকা অবস্থায় বা অন্য যেকোনো জব করা অবস্থায় চাই Daily 500 Taka Income করার কোনো সোর্স পাওয়া যায় কিনা। এক্ষেত্রে চলুন আজ প্রতিদিন ৫০০ টাকা ইনকাম বেশকিছু উপায় এবং দিনে ৫০০ টাকা ইনকাম Apps সম্পর্কে তথ্যবহুল আলোচনায় যাই।
Daily 500 Taka Income | ডেইলি ৫০০ টাকা ইনকাম
ডেইলি ৫০০ টাকা ইনকাম করতে আপনি চাইলে বিভিন্ন উপায় বেছে নিতে পারেন। তবে শুরুর দিকে আপনাকে সময় দিতে হবে।
কাজে লাগাতে দক্ষতা এবং কাজ শিখতে হবে। চলুন সহজে কাজ শিখে এবং কাজ শুরু করে ডেইলি ৫০০ টাকা ইনকাম করার মাথানষ্ট উপায় সম্পর্কে জানি।
ডেলিভারি করে ৫০০ টাকা ইনকাম
আজকাল অনলাইন বিজনেসের যুগ হয়ে গেছে। সকলেই অনলাইন বিজনেসকে আর্নিংয়ের অন্যতম উপায় হিসাবে বেছে নিয়েছে। যার ফলে বেড়ে গিয়েছে প্রোডাক্ট ডেলিভারি সার্ভিসের চাহিদা।
আপনিও চাইলে একজন ডেলিভারি সার্ভিস ম্যান হিসাবে কাজ করতে পারেন। সারাদিন কাজ করতে পারলে এই সেক্টরে ডেইলি ৫০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আজকাল বিভিন্ন কোম্পানি বা ব্যাক্তি ডেলিভারি ম্যান হায়ার করে থাকে।
ফ্রিল্যান্সিং করে ৫০০ টাকা ইনকাম
ফ্রিল্যান্সিংয়ে অনেক ছোট ছোট কাজ আছে যা শিখতে এবং করতে খু্ব একটা সময় লাগে। ফ্রিল্যান্সিংয়ের এসব কাজ পেতে আপওয়ার্ক, ফাইভার কিংবা ফ্রিল্যান্সার ডট কমের সাহায্য নিতে পারেন। চলুন প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারার মতো বেশকিছু সহজ ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে জানি:
কন্টেন্ট রাইটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
প্রোডাক্ট রিসার্চ
কিওয়ার্ড রিসার্চ
ব্যাকলিংক সার্ভিস
ব্যানার ডিজাইনিং
টি শার্ট ডিজাইনিং
অনলাইন টিউশনি করে ৫০০ টাকা ইনকাম
প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করার জন্য অনলাইন টিউশনি বেস্ট। এক্ষেত্রে আপনাকে বাইরের দেশের স্টুডেন্ট খোঁজার চেষ্টা করতে হবে। কারণ বাইরের দেশের স্টুডেন্টরা তাদের টিউটরদের তুলনামূলকভাবে বেশি টিউশন ফি দিতে রাজি থাকে।
আর ঘরে বসে ক্লাস চালিয়ে নেওয়ার জন্য তো zoom app-এর মতো একটি online video conference app রয়েছেই! ডেইলি যদি ৫/৬ জন স্টুডেন্ট পড়াতে পারেন সেক্ষেত্রে টিউশন থেকেই আপনি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করার সুযোগ পাবেন।
READ MORE: প্রতিদিন ১০০০ টাকা ইনকাম
ফটোগ্রাফি করে ৫০০ টাকা ইনকাম
আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন সেক্ষেত্রে এই ভালোবাসাকে পুঁজি করেও ডেইলি ৫০০ টাকা ইনকাম করতে পারেন। তবে ভালো ছবি তুলতে জানতে হবে অথবা জানতে হবে ভালো গ্রাফিক্স ডিজাইনিং। চলুন নিজের তোলা ইউনিক ছবি বা গ্রাফিক্স ডিজাইনিং কপি কোথায় সেল করে আর্ন করতে পারেন সে সম্পর্কে জানি:
Shutterstock
Adobe Stock
Getty Images
Foap ইত্যাদি
ব্লগিং করে ৫০০ টাকা ইনকাম
ব্লগিং শুরু করতে খুব একটা টাকা খরচ হয় না। তবে অনেক বেশি পোস্ট আপলোড করতে পারলে এবং নিয়মিত কাজ করে যেতে পারলে বিভিন্ন এড কোম্পানি থেকে ভালো পরিমাণে অর্থ আয় করা যায়। ব্লগিংয়ের ক্ষেত্রে সাধারণত অনেক টপিক নিয়ে কাজ না করে কেবল একটা টপিক নিয়ে কাজ করাটাই উত্তম।
দিনে ৫০০ টাকা ইনকাম Apps
ইতিমধ্যেই ডেইলি ৫০০ টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানলেন। তবে যারা নির্দিষ্ট কোনো অ্যাপ নিয়ে কাজ করতে চাইছেন এবং দিনে ৫০০ টাকা ইনকাম করতে চাইছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই। দিনে ৫০০ টাকা ইনকাম Apps সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন:
ফাইভার: যারা টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ জানে যেমন রাইটিং, ডিজাইনিং, ডাটা এন্ট্রি তারা এই ফাইভার থেকে প্রতিদিনই ৫০০/- ইনকাম করতে পারবেন।
আপওয়ার্ক: আপওয়ার্কও ফাইভারের মতো! এখানে কাজ জানলে কাজের কোনো অভাব হয় না। তবে আপওয়ার্কে নির্দিষ্ট কিছু পয়েন্ট বা কানেকশনের উপর ভিত্তি করে এপ্লাই করতে হয়।
Swagbucks: সার্ভে করে ইনকাম করতে চাইলে Swagbucks অ্যাপসই সেরা। App-টি জয়েন করার পরই পেয়ে যাবেন ১০$ বা ১০০০/-। কিভাবে এই অ্যাপে কাজ করবেন তা জানতে ইউটিউবে সার্চ করতে পারেন।
ySense: ySense থেকে আপনি অনেক উপায়ে আর্ন করতে পারেন। নিয়মিত সময় নিয়ে কাজ করতে পারলে এখান থেকে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। অ্যাপটি থেকে যেসব উপায়ে আর্নিংয়ের সুযোগ রয়েছে সেসব উপায় হলো:
Paid online surveys
Cash offers
Quick tasks
এবং referral
Meesho: Meesho মূলত অনলাইন শপিং অ্যাপ। Facebook, Instagram, WhatsApp ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্ট সেল করে দিতে পারলে আপনিও আর্ন করতে পারবেন৷ এক্ষেত্রে Delivery, return, billing ইত্যাদি সিস্টেম Meesho নিজেই দেখবে।
দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম
কম্পিউটার টাইপিং, ইন্টারনেটের ব্যবহার, ধর্য্য এবং সময় না থাকলে কিন্তু কখনোই আপনি দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকামের এই মিশনে সফল হতে পারবেন না। দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে নিচের টিপসগুলি ফলো করুন:
- বেসিক কম্পিউটার জ্ঞান, কম্পিউটার টাইপিং, ইন্টারনেটের ব্যবহারের উপর স্কিল ডেভলপ করুন
যেই অনলাইন মাধ্যমগুলি নিয়ে কাজ করবেন সেই মাধ্যমগুলি নিয়ে রিসার্চ করুন
YouTube, Google search এর সাহায্যে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ শিখে নিন
সুন্দর সুন্দর ছবি তোলার কৌশল জানলে ফটোগ্রাফি সার্ভিস দিন
নিয়মিত ফুড কিংবা প্রোডাক্ট ডেলিভারির কাজ করতে পারেন
পেজে প্রচুর ফলোয়ার্স থাকলে বিভিন্ন প্রমোশনাল কাজ করে আর্ন করুন
সঠিক ভাবে আর্টিকেল লিখার কৌশল জানলে কন্টেন্ট রাইটিং সার্ভিস দেওয়া শুরু করুন
অনলাইন মার্কেটিং ভালোভাবে করতে জানলে শুরু করুন অ্যাফেলিয়েট মার্কেটিং
দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম
আজকাল দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে আপনি চাইলে অফলাইন এবং অনলাইন দু'টো মাধ্যমকেই ব্যবহার করতে পারেন। যারা অনলাইনে সময় দিতে পারবেন বলে মনে করছেন এবং এখনো শারীরিকভাবে সুস্থ তারা অনলাইন আর্নিং সোর্স নিয়ে কাজ করতে পারেন।
আর যাদের অনলাইনে অনেকক্ষণ সময় দেওয়া অসম্ভব এবং বিভিন্ন শারীরিক জটিলতা আছে তারা অফলাইনে বিভিন্ন কাজের খোঁজ নিতে পারেন।
চলুন তবে একে একে দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করার অনলাইন এবং অফলাইন দু'টো মাধ্যম সম্পর্কেই আলোচনা করি৷
অনলাইনে দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম
অনলাইনে দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে বিভিন্ন ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে পারেন৷ বিশেষ করে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা ডাটা এন্ট্রির কাজগুলিতে আজকাল নিয়মিত ৪০০ ৫০০ টাকারও বেশি টাকা আর্ন করতে পারবেন।
অফলাইনে দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম
অন্যদিকে অফলাইনে দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে ফুড ডেলিভারি সার্ভিস দিতে পারেন। কিংবা কোনো শপে সেলস ম্যান হিসাবেও কাজ করতে পারেন। যাদের ফ্রি টাইম আছে তারা কফি কর্ণার কিংবা মুদি দোকান তৈরি করে তাতে সময় দিতে পারেন। পাশাপাশি অফলাইনে দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে নারীরা সেলাই মেশিনের বিভিন্ন কাজে ফোকাস করতে পারেন।
দৈনিক ৫০০ টাকা ইনকাম বিকাশ
আপনি দৈনিক ৫০০ টাকা ইনকাম করে তা সরাসরি বিকাশের মাধ্যমে পেতে চান? এক্ষেত্রে:
ফাইভার: ফাইভারে কাজ করতে পারেন৷ এখানকার পেমেন্ট সরাসরি পেওনিয়ার থেকে বিকাশের মাধ্যমে নিতে পারেন।
কন্টেন্ট রাইটিং: বাংলাদেশে অনেকেই কন্টেন্ট রাইটিং সার্ভিস নিয়ে থাকে। এক্ষেত্রে লোকাল সেলারকে তারা বিকাশের মাধ্যমেই পেমেন্ট দেয়।
গ্রাফিক্স ডিজাইনিং: লোকাল মার্কেটপ্লেসে বাংলাদেশী কোনো ডিজাইনিং ক্লায়েন্ট পেলে কাজের পর তাদের কাছ বিকাশেই পেমেন্ট নিতে পারবেন। তাছাড়া বর্তমানে নিউবিদের জন্য লোগো চার্জ মিনিমাম ৫০০ টাকার উপরে থাকে।
কন্টেন্ট ক্রিয়েশন: অনলাইনে চাহিদা থাকা কনটেন্ট তৈরি করে বাংলাদেশী ক্লায়েন্টের কাজ করলেও সেই টাকা আপনি বিকাশে পাবেন।
দারাজ অ্যাফিলিয়েশন: আপনার যদি অনেক ভিজিটর আছে এমন পেইজ বা ওয়েবসাইট থাকে তাহলে দারাজের প্রোডাক্টের অ্যাফিলিয়েশন করতে পারেন। এক্ষেত্রে কমিশনের উপর পেমেন্ট পাবেন। আর দারাজের টাকাটা আপনি চাইলে বিকাশের মাধ্যমেও নিতে পারবেন৷
ইতি কথা
আশা করি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম কিভাবে করবেন তা বুঝতে পেরেছেন। মনে রাখবেন কোনো সেক্টর থেকেই আর্ন করাটা এতোটা সোজা না। এক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে, দক্ষ হতে হবে এবং নতুন নতুন দক্ষতা অর্জনের প্রতি আগ্রহী হতে হবে। আশা করি এই সেক্টরে আপনি দ্রুত সফল হবেন।
Post a Comment