ঢাবি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যে এখন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫। DU Admission Exam এ যারা এবার অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ এবং কি কি  থাকছে এই প্রতিবেদনে তা জানতে হলে শেষ পর্যন্ত করুন।

আমাদের দেশের অভ্যন্তরীণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই একে বলে থাকে প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা করে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকেন অনেক শিক্ষার্থী। শুধুমাত্র তাই নয় আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান করেন অনেকে। এখানে ভর্তি হওয়ার শিক্ষার্থীর স্বপ্ন থাকে শিক্ষা জীবনের শুরু থেকেই। তবে ভর্তি হওয়ার জন্য বেশ কিছু নিয়মকানুন ও অন্যান্য বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। যদি এ সকল বিষয়গুলো না থাকে তাহলে একজন প্রার্থী কিংবা শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। 

যাকে বলা হয় ভর্তি যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হয়েছে, আবেদন প্রক্রিয়া কত তারিখ পর্যন্ত চলমান থাকবে এই বিষয় নিয়েই সাজানো হচ্ছে আজকের এই প্রতিবেদন। খুঁটিনাটি সকল এই বিষয়গুলোই এখন আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 

প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদেরকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। কেবল যারা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন তারাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৪ নভেম্বর রোজ সোমবার থেকে। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ২৫ নভেম্বর ২০২৪ রাত ১২টা পর্যন্ত। আর শিক্ষার্থীদের জন্য এবারের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। শিক্ষার্থীদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

ঢাবি ভর্তি যোগ্যতা 

এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীদের এই ভর্তি যোগ্যতার প্রয়োজন হবে। ডিপার্টমেন্ট অনুসারে এই ভর্তির যোগ্যতার পার্থক্য রয়েছে। আসুন এখন আমরা এই ডিপার্টমেন্ট অনুসারে ভর্তি যোগ্যতা গুলো দেখে নেই।

বিজ্ঞান বিভাগ: সর্বমোট ৮ পয়েন্ট হলে একজন শিক্ষার্থী এখানে আবেদন করার সুযোগ পেয়ে থাকেন। তবে এই পয়েন্ট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। এর থেকে কম পয়েন্ট থাকলে কিংবা আলাদা আলাদা কোন একটি পরীক্ষাতে ৩.৫ পয়েন্টের কম থাকলে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে এটি। ৭.৫ পয়েন্ট হলে শিক্ষার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে অবশ্যই এই পয়েন্ট এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সমষ্টি হতে হবে। তবে কোন একটি পরীক্ষাতে ৩ পয়েন্ট এর কম পাওয়া যাবে না। 

চারুকলা ইউনিট: শুধুমাত্র ৬.৫ পয়েন্ট থাকলে একজন শিক্ষার্থী এখানে আবেদন করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে কোন একটি সিঙ্গেল পরীক্ষাতে ৩ পয়েন্টের কম থাকা যাবে না। তাহলে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বাণিজ্যিক ইউনিট: এখানে ভর্তি আবেদনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অবশ্যই শিক্ষার্থীদের ব্যবসা শাখা থেকে উত্তীর্ণ হতে হবে। আর মোট পয়েন্ট পেতে হবে নূন্যতম ৭.৫ পয়েন্ট। এ পয়েন্ট পেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন 

কোন ডিপার্টমেন্টের কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার জানতে হলে নিচে থেকে রুটিন দেখে নিন। কারণ এখানে পূর্ণাঙ্গ রুটিন দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অনুসারে। 

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট - ২৫ জানুয়ারি। (শনিবার) 
  • বিজ্ঞান ইউনিট - ১ ফেব্রুয়ারি। (শনিবার)
  • ব্যবসায় শিক্ষা ইউনিট - ৮ ফেব্রুয়ারি। (শনিবার) 
  • চারুকলা ইউনিট - ৪ জানুয়ারি। (শনিবার ) 
  • আইবিএ ইউনিট - ৩ জানুয়ারি। (শুক্রবার)

এই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪ - ২০২৫ সম্পর্কে দেখলেন। আরো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং আপডেটগুলো জানতে ও দেখার জন্য আমাদের সাথে থাকুন। এছাড়াও তুলে ধরা হবে বিভিন্ন ডিপার্টমেন্টের ভর্তি সংক্রান্ত এবং প্রস্তুতি তথ্যগুলো।

Post a Comment

Previous Post Next Post